হেলথ ডেস্ক, ২০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় সোনালী ব্যাংকের শিল্প ভবন করপোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার সোনালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের শিল্প ভবন করপোরেট শাখার এক কর্মকর্তার কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাই শাখাটি বন্ধ রাখা হয়েছে। যে কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার সঙ্গে আরও চার কর্মী ছিলেন। তারাসহ শাখার সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন আপাতত ব্যাংকের শাখাটি বন্ধ থাকবে।
এই শাখার গ্রাহকদেরকে আগামীকাল মঙ্গলবার থেকে পার্শ্ববর্তী দিলকুশা করপোরেট শাখা থেকে লেনদেনসহ জরুরি সেবাসমূহ গ্রহণের জন্য অনুরোধ করেছে সোনালী ব্যাংক।
Leave a Reply