হেলথ ডেস্ক, ২০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): সিঙ্গাপুরে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৬ জন। করোনা সংক্রমণের ইতিহাসে এটাই দেশটির জন্য একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।
খবরে বলা হয়, নতুন আক্রান্তের বেশিরভাগই ডরমিটরিতে বাসকারী বিদেশি শ্রমিক। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পরীক্ষা ও আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করে দেশটির নাগরিকদের মধ্যে করোনা সংক্রমণ সীমিত রাখতে সক্ষম হয়েছে। তাদের পদক্ষেপের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। কিন্তু দেশটিতে বাস করা বিশাল সংখ্যার অভিবাসী শ্রমিকদের মধ্যে ভাইরাসটি দ্রুত বিস্তার লাভ করছে। কর্তৃপক্ষ এই গোষ্ঠীর মধ্যে সংক্রমণ রোধে যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। এমতাবস্থায় ডরমিটরিগুলোতেও পরীক্ষার হার বাড়িয়েছে কর্তৃপক্ষ।
সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে সিঙ্গাপুরের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের সংখ্যা মাত্র ১৬ জন।
বাকি সকলেই বিদেশি শ্রমিক। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন মোট ১১ জন। সরকারি হিসাব অনুসারে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ সিঙ্গাপুর।
Leave a Reply