ঢাকা, ২৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হলে বিশেষ সুবিধা দিতে ভিআইপিদের জন্য আলাদা কোনো চিকিৎসাকেন্দ্র বা হাসপাতালের ব্যবস্থা করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সবার জন্য একই চিকিৎসা ব্যবস্থা। এছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নতুন হাসপাতালের পাশাপাশি চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়া হচ্ছে বলেও তিনি জানান। আজ বৃহস্পতিবার করোনা ভাইরাসের সর্বোশেষ অবস্থা জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে। বিষয়টি সঠিক নয়। সরকার এ রকম কোনো ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।‘
কোনো হাসপাতাল এখন পর্যন্ত লকডাউন করা হয়নি এবং করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি আরো আহ্বান করব, কেউ কর্তৃপক্ষে অনুমতি ছাড়া কোনো ধরনের বিবৃতি দেবেন না। যার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং যা সরকারি নীতির বহির্ভুত। কোনো হাসপাতালেই লকডাউন করা হয়নি এবং হবে না। অন্যান্য হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে।‘
সরকারের পক্ষ থেকে হাসপাতালগুলোতে ওষুধ সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোথাও ওষুধের কোনো স্বল্পতা নেই বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ‘আমাদের সকল হাসপাতালে যে সমস্ত ওষুধ সরকার দিয়ে থাকে এগুলো সরবরাহ এখনো অব্যাহত রয়েছে এবং সঠিক ভাবে পরিচালিত হচ্ছে। আমাদের ইডিসিএল ওষুধ তৈরি করছে এবং ওই হাসপাতালগুলোতে দিয়ে যাচ্ছে এবং সেখানে কোনো ধরণের স্বল্পতা নাই।‘
নতুন করে ডাক্তার ও নার্স নিয়োগের সিদ্ধান্ত
করোনাভাইরাস সংকটে রোগীদের সেবা দিতে নতুন করে ডাক্তার ও নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে স্বাস্থ্যসেবা আরো জোরদার হবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘যেহেতু আমরা নতুন নতুন হাসপাতাল কোভিড রোগিদের জন্য প্রস্তুত করছি এবং বেশ কিছু ডাক্তারদেরও কোয়ারেন্টাইনে যেতে হয়েছে এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২ হাজার নতুন ডাক্তার এবং ৬ হাজার নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি, এই নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরো জোরদার হবে।‘
সংবাদ সম্মেলনে মন্ত্রী রোগীদের সেবা দিয়ে গিয়ে এরইমধ্যে করোনা আক্রান্ত হওয়া চিকিৎসক ও নার্সদের সুস্থতা কামনা করে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে আমাদের অনেক ডাক্তার, নার্স আক্রান্ত হয়েছে। যার জন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং তাদের সুস্থতা কামনা করি। কারণ তারাই কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করছে। ‘
নকল মাস্ক ও পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট তৈরি ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এখন লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় নকল মাস্ক ও পিপিই বিক্রি হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে আমাদের যথাযথ সিদ্ধান্ত হয়েছে এবং ওষুধ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। বিক্রয় এবং প্রস্তুতকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ চলমান রয়েছে।‘
Leave a Reply