হেলথ ডেস্ক, ২৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বরগুনার আমতলীতে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নাম মো. মিজানুর রহমান (৪৫)আক্রান্তের বাড়ী মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাতভাগিয়া গ্রামে । তার পিতার নাম আব্দুল জব্বার মোড়ল। সে ড্রাগ ইন্টান্যাশনাল ঔষধ কোম্পানীর আমতলী তালতলী কলাপাড়া এরিয়া ম্যানেজার । সে আমতলী পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বন্দর প্রাইমারী রোডের রুপক তালুকদারের বাড়ীর ভাড়াটিয়া। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে গত ৯ এপ্রিল একজনের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, গত ২০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে করোনাভাইরাসে আক্রান্ত এই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত¡ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠানো হয়। বুধবার রাত ১০ টার দিকে তার রিপোর্ট হাসপাতালে এসে পৌছায়। রিপোর্টে তাকে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, ২০ এপ্রিল করোনায় আক্রান্ত ব্যক্তির নমুনা নিয়ে ঢাকা আইইসিডিআর পাঠাই। বুধবার তার রিপোর্ট হাসপাতালে এসে পৌছে।
রিপোর্টে তাকে করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আরো বলেন, আমরা করোনায় আক্রান্তের বাড়ী লকডাউন করার জন্য প্রশাসনকে জানিয়েছি।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, করোনায় আক্রান্ত ওই রোগীর হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আক্রান্ত ব্যক্তির বাড়ী লকডাউন করে দিয়েছি।
Leave a Reply