ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩১ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): চারদিনের সরকারি সফর শেষে সৌদি আরবের উদ্দেশ্যে জাপান ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবে ৩ দিনের সফরে আজ ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো সৌদি আরবে আসবেন প্রধানমন্ত্রী। পবিত্র মক্কা নগরীতে যোগ দেবেন ওআইসি সম্মেলনে। এ নিয়ে উচ্ছ্বসিত এখানকার প্রবাসী বাঙালিরা। জেদ্দার বাদশা আব্দুল আজিজ বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন স্থানীয় দূতাবাস কর্মকর্তারা। রাতে ওআইসির সমাপনী সম্মেলনে যোগ দেবেন তিনি।
এদিকে মক্কা সম্মেলনের ঘোষণাপত্র এরই মধ্যে তৈরি হয়েছে ওআইসির মন্ত্রী পর্যায়ের সম্মেলনে। সংস্থার নতুন চেয়ার করা হয়েছে সৌদি আরবকে। চূড়ান্ত ঘোষণায় রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে আশাবাদ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একদিন ধরে যে ডকুমেন্ট তৈরি করেছি সেগুলো তারা অ্যাপ্রুভ করবে। এখানে রোহিঙ্গা ইস্যু বড় জায়গা নিয়ে আছে। এছাড়া মুসলিম উম্মাহ-র মধ্যে ভেদাভেদ, কলহ কিভাবে মেটানো যায় তা নিয়ে আলোচনা হবে।
সম্মেলন শেষে পবিত্র ওমরাহ পালন ও পবিত্র মদিনা নগরী জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply