হেলথ ডেস্ক, ২৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় কেড়ে নিয়েছে আরও চারজনের প্রাণ। এ নিয়ে সংক্রমণে মারা গেলেন মোট ১৩১ জন। নতুন করে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫০৩ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো চার হাজার ৬৮৯ জনে। আর নতুন চারজনসহ এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মোট ১১২ জন। আজ শুক্রবার দুপুরে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তরের ঊধর্বতন এই কর্মকর্তা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩৬৮৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫০৩ জনের ফল পজিটিভ এসেছে। এখন পর্যন্ত মোট চার হাজার ৬৮৯ জনকে শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও চারজন। এদের সবাই ঢাকার বাসিন্দা বলে জানান নাসিমা সুলতানা। মারা যাওয়া চারজনই পুরুষ। বয়স বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যেই চারজন।
নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১২৩ জন। মোট আইসোলেশনে আছেন ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ৩ হাজার ৬৯৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও চারজন সুস্থ হওয়ায় মোট ১১২ জন সুস্থ হয়েছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।
বুলেটিন উপস্থাপনকালে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। প্রাণঘাতী ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ২৭ লাখের কাছাকাছি। মৃতের সংখ্যা এক লাখ ৯১ হাজার ছাড়িয়েছে।
Leave a Reply