হেলথ ডেস্ক, ২৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ২৭ জন চিকিৎসক, ১৩ জন নার্স ও ৩২ জন স্টাফসহ ৭২ জন করোনায় আক্রান্ত। গত ২০ এপ্রিল এ হাসপাতালে চিকিৎসাধীন এক অন্তসত্ত্বার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার পর এ ৭২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ১৬ এপ্রিল শেরপুর থেকে আসা এক অন্তঃসত্ত্বা ভর্তি হন। ১৭ এপ্রিল অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারী একটি ছেলে সন্তান জন্ম দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৮ এপ্রিল তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ১৯ এপ্রিল তার নমুনা হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ২০ এপ্রিল তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এরপর থেকে প্রতিদিনই হাসপাতালে কর্মরতদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে।
এদিকে হাসপাতালে আক্রান্ত চিকিৎসকসহ স্বাস্থ্য সংশ্লিষ্টদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বা আইসোলেশনের ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসক ও আক্রান্তরা। তারা করোনা আক্রান্তদের জন্য হাসপাতালের কেবিনগুলো বরাদ্দ চেয়ে পরিচালক বরাবর চিঠি পাঠিয়েছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না দেয়ায় চিকিৎসকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।
এ ব্যাপারে হাসপাতালের উপ-পরিচালক লক্ষী নারায়ণ মজুমদার জানান, এখন হাসপাতালে তাদের জন্য কেবিনগুলো বরাদ্দ দেয়া হলে অন্য রোগীদের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। সবার মাঝেই একটা করোনা আতঙ্ক থাকবে। তাই চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের জন্য নগরীর তিনটি আবাসিক হোটেল ও বেসরকারি প্রতিষ্ঠান রাখা হয়েছে। সেখানে করোনায় আক্রান্তরা কোয়ারেন্টাইনে আছেন। এছাড়াও তাদের জন্য একটি বেসরকারি হাসপাতাল চেয়ে জেলা প্রশাসকের নিকট চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply