হেলথ ডেস্ক, ৩০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): পটুয়াখালীর বাউফলে এই প্রথম হালিম বক্স (৪৫) নামে করোনায় আক্রান্ত এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত হালিম বক্স উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী বাজার এলাকায় হাছন বক্স এর ছেলে। তিনি একজন চা বিক্রেতা ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা এর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে গত ২৩ এপ্রিল তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠালে রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়। পরে তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
Leave a Reply