ঢাকা, ১২ ডিসেম্বর২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): জাতীয় সংসদ ভবনের সামনে টেলিভিশনে লাইভ দেওয়ার সময় সাংবাদিকের বুম কেড়ে হেনস্তার ঘটনায় পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্ত ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উপকমিশনার ফারুক বলেন, ‘রবিবার বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান। বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করা হয়। তিনি কনস্টেবল মো. শাহিনুর রহমানের অপেশাদার আচরণের জন্য তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।’
‘অভিযুক্ত কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
রবিবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দিতে যান। সেসময় বিভিন্ন টিভি চ্যানেল সংসদের ভেতরে এবং বাইরে থেকে লাইভ সম্প্রচার করছিল।
সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজার পাশের রাস্তায় নাগরিক টিভির একজন সাংবাদিক দুপুর ২টার সংবাদে লাইভ দেওয়ার সময় পুলিশ বনস্টেবল শাহিনুর রহমান অনাকাঙ্ক্ষিতভাবে তার বুম কেড়ে নিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেন। এ দৃশ্য সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে সমালোচনা শুরু হয়।
Leave a Reply