ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা নজর কেড়েছে। রমনা থেকে ধানমণ্ডি—লম্বা পথে এই শোভাযাত্রায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা গেছে নানান সাজে। শনিবার দুপুর দুইটার দিকেই রাজধানীর রমনা গেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু হতে শুরু করেন। অনেকেরই গায়ে ছিল এই রকম বাহারি সাজ।
রমনা গেট থেকে বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে শুরু হয় বিজয় শোভাযাত্রা। এক ঘণ্টা পর সেটি গিয়ে পৌঁছায় ঐতিহাসিক ধানমণ্ডি ৩২ নম্বরে। সাত শতাধিক পিকআপ আর ট্রাক নিয়ে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়। এছাড়া হাজারো নেতাকর্মী পায়ে হেঁটে শোভাযাত্রায় ছিলেন।
তাদের মধ্যে কাউকে দেখা গেছে, বঙ্গবন্ধুর সাজে। আবার কেউবা সেজেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউকে দেখা গেল, হাতির পিঠি চড়ে উড়াচ্ছেন জাতীয় পতাকা। আবার কেউবা কুঁড়েঘর বানিয়ে মুক্তিযোদ্ধাদের খাবার দিচ্ছেন। কেউ আবার ঘোড়ার গাড়িতে করে ভাষণ দিচ্ছেন। আর কেউ বৈঠা বেয়ে নৌকা বয়ে নিয়ে চলেছেন। এছাড়াও ছিল বিভিন্ন রঙিন পোশাকে নেতাকর্মীদের অংশগ্রহণ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজন করে এই বিজয় শোভাযাত্রার। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের; সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান; যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম শোভাযাত্রায় অংশ নেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, ত্রাণ ও সমাক কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুরসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোভাযাত্রায় ছিলেন।
অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেন।
Leave a Reply