বিনোদন ডেস্ক, ১৮ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট):ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের পক্ষে কথা বলায় দেশটির বিখ্যাত অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে গ্রেপ্তার করা হয়েছে। খবর- বিবিসি।
দেশটির জাতীয় এক দৈনিকের খবরের বরাত দিয়ে বিবিসি জানায়, নিজের দাবির পক্ষে তথ্যপ্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় অপপ্রচারের অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
এতে বলা হয়, সাম্প্রতিক বিষয় নিয়ে ভিত্তিহীন বক্তব্য দেওয়ায় আলিদুস্তিসহ আরো কয়েকজন সেলিব্রেটিকে জিজ্ঞাসাবাদে আটক করা হয়েছে।
এদিকে আলিদুস্তি (৩৮) ইরানের জনপ্রিয় অভিনেত্রী। তিনি ২০১৬ সালের অস্কার জয়ী সিনেমা ‘দ্য সেলসম্যান’ এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান।
চলতি মাসের ৮ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহসিন সেকারির মৃত্যুদণ্ড নিয়ে কথা বলেন তিনি। সেদিন বিক্ষোভে জড়িত থাকায় মোহসিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আলিদুস্তি স্ট্যাটাসে বলেন, ‘আপনার নিরবতা মানে অত্যাচার ও অত্যাচারীকে সমর্থন দেওয়া। প্রতিটি আন্তর্জাতিক সংস্থা যারা এই রক্তপাত দেখছেন কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না তারা মানবতার জন্য কলঙ্ক।
প্রসঙ্গত, হিজাব পরা নিয়ে পুলিশ হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানে বিক্ষোভের সূত্রপাত। আলিদুস্তি বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়ে নানা সময় সামাজিক মাধ্যমে পোস্ট দেন।
বিক্ষোভের পর থেকে এ পর্যন্ত হাজারো নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে চারশ জনকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।
Leave a Reply