হরিণাকুন্ডু-ঝিনাইদহ, ২৯ জুলাই ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): ঝিনাইদহের হরিনাকুন্ডে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আসিফ হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্র আত্নহত্যা করেছেন।
গতকাল শুক্রবার রাতে জেলার হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে গোপীনাথপুর চটকাবাড়িয়া মাঝে খালপাড়ে এ ঘটনা ঘটে। আসিফ তাহেরহুদা গ্রামে খইবার আলীর ছেলে। আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে সে এবার এস এসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। নিহতের বাবা খইবার জানান, তার ছেলে ২০২৩ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য হয়। গতকাল শুক্রবার দুপুরে পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর আর বাড়ি ফেরেনি। অনেক খোজাখুজির পর আজ শনিবার সকালে খালপাড়ে গাছের সাথে ঝুলন্ত মৃত দেহ দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু আজিফ আসিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে থানায় মৌখিক ভাবে নিহতের পরিবার থেকে জানানো হয়েছে। অভিভাবকের লিখিত আবেদন এখনো দেয়নি, পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নিবেন।
Leave a Reply